আজকের শিরোনাম :

কাউখালীতে মানবাধিকার দিবসে মানবতার ফেরিওয়ালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ২০:৫৪ | আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর বাকে সবুজ শ্যামল গ্রামের পথে পথে কে আছেন অসহায়, তাদের কথা ভেবে নিরন্তর ছুটে চলা মানব সেবাই যার নেশা, তিনি হলেন পিরোজপুরের কাউখালীর পরোপকারী মানবতার ফেরিওয়ালা আঃ লতিফ খসরু। মঙ্গলবার পিরোজপুরের কাউখালী উপজেলার ৩ নম্বর কাউখালী ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের ৭০ বছর বয়সী বয়বৃদ্ধ বুদ্ধি প্রতিবন্ধী অসুস্থ আঃ জলিলের বাড়ীতে ছুটে যান তিনি। চেহারায় অপুষ্টির ছাপ বুদ্ধি প্রতিবন্ধী জলিল রোগে-শোকে আজ দিশেহারা। বুদ্ধি প্রতিবন্ধী আঃ জলিল ও স্ত্রী কুরচিয়া দম্পত্তির নাবালক দুই সন্তান আহসান হাবিব ও হোসাইনকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। নেই বাসস্থান, নেই খাদ্যের ব্যবস্থা, হয়নি চিকিৎসার ব্যবস্থা বয়বৃদ্ধ জলিলের। জলিলের এমন অবস্থায় তার বাড়ীতে গিয়ে শীত বস্ত্র ও কম্বল তুলে দেন মানবতার ফেরিওয়ালা আঃ লতিফ খসরু। 

আঃ লতিফ খসরু বলেন এসব দৃশ্য আমাকে ব্যথিত করে। কোন কিছু চাওয়া ও পাওয়ার জন্য এ কাজ গুলো করা নয়। মানুষ হিসেবে গরিবদের ভালোবাসা ও দয়াবোধ থেকে করা। এ সকল অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পরিবার পরিজন নেই। আমাদের একটু ভালোবাসা একটু সহোযোগিতায় সন্তান পরিবার হীন অসহায় অসুস্থ বৃদ্ধ ব্যাক্তির জীবনের শেষ দিনগুলি হতে পারে একটু আরামদায়ক।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/বাবর

এই বিভাগের আরো সংবাদ