আজকের শিরোনাম :

সিরাজগঞ্জের মালেকা সেরা জয়িতা সম্মাননা পেলেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডেফলবাড়ী গ্রামের মালেকা বেগম সেরা জয়িতা সম্মাননা পেয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। শিশু ও বয়স্কদের বিনামূল্যে ৩৬ বছর ধরে নিজ বাড়িতে কুরআন শিক্ষা দেয়ায় সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা দেয়া হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেফলবাড়ি জ্ঞানের আলো শিক্ষালয়ের পরিচালক মালেকা বেগমকে সেরা জয়িতা নির্বাচিত করা হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মালেকা বেগমসহ মোট ৫ জনকে জয়িতা সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 

মালেকা বেগম জানান, পঞ্চম শ্রেণিতে পড়া শেষ হওয়ার পরই ওই গ্রামের দরিদ্র কৃষক আব্দুল কাদেরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি লক্ষ্য করেন, এ গ্রামে কুরআন শিক্ষা দেয়ার মতো কেউ নেই। তারপর স্বামীর সঙ্গে পরামর্শ করে পাড়ার শিশুদেরকে কুরআন শিক্ষা দেয়া শুরু করেন। তারপর অনেক বয়স্ক মহিলারাও তার কাছে হাদিস ও কুরআন  শিখতে আসে। 

তার ছেলে আবুল হোসেন ২০১০ সালে ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয় নামে একটি প্রতিষ্ঠান তোলার পর মালেকা আরও উৎসাহিত হন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/বিদ্যুৎ

এই বিভাগের আরো সংবাদ