আজকের শিরোনাম :

দুর্গাপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:১৩

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মানবাধিকার কমিশন ও কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রদীপ এমজেএফ প্রকল্পের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ‘‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’’ এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে জিও, এনজিও কর্মকর্তা সহ সর্বস্থরের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে প্রেসক্লাব সাধারন সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, সাংবাদিক মোহন মিয়া, ধ্রুব সরকার, টিডব্লিউএ চেয়ারম্যান বঙ্কিম মানখিন, সিমসাং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সুজিত দ্রং, সমাজসেবক নিউটন মানখিন প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে সকলকে একযোগে কাজ করতে হবে। মানবাধিকার বিষয়ে বিভিন্ন যে ধাপগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের কাছে সে ধাপগুলো তুলে আলোচনা করা সহ নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়।


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ