আজকের শিরোনাম :

দিনাজপুরে তামাক বিরোধী সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮

“তামাকে মৃত্যু ঘটায়, তামাক কোম্পানী থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করুন” এই শ্লোগান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। 

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র আয়োজিত সুপ্র দিনাজপুর জেলা কমিটির সভাপতি এবং এসএসএস’র নির্বাচী পরিচালক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর দিনাজপুর এর সংসদ সদস্য অ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই, সুপ্র ঢাকা’র জাতীয় পরিষদের সদস্য এম.এ সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, ডিসির নির্বাহী পরিচালক মো. হাফিজুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন সুপ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কাম টু ওয়ার্ক এর নির্বাহী পরিচালক মো. মতিউর রহমান।

ধারণাপত্র পাঠ করেন কাম টু ওয়ার্ক এর ফিন্যান্স এন্ড অ্যাডমিন অফিসার মো. মোকাররম হোসেন মানিক। 

ধারণাপত্রের উপর মুক্ত আলোচনা করেন বিকাশের নির্বাহী পরিচালক মো. নুরুল ইসলাম, পিসিএস’র নির্বাহী পরিচালক মো. রেজওয়ানুর রহমান বাবু, বিবিডিএস এর নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমান, জিইউপির নির্বাহী পরিচালক ফরিদা বেগম, রাজশাহী এসিডির প্রতিনিধি তৌহিদুল ইসলাম। 

সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিসির নির্বাহী পরিচালক ও সুপ্র জেলা কমিটির নির্বাহী সদস্য যাব চন্দ্র রায়। 

সভায় বক্তারা বলেন তামাক অসংক্রামক রোগজনিত মৃত্যুর অন্যতম কারণ। অসংক্রামক রোগে প্রতিবছর বাংলাদেশে ৫ লক্ষ ৭২ হাজার মানুষ মারা যায়। এ খাতে বিনিয়োগ অব্যাহত রেখে ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগজনিত মৃত্যু এক-তৃতীয়াংশে নামিয়ে আনা সম্ভব নয়। তামাক খাতে সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি। তামাকজনিত রোগে চিকিৎসা ব্যয় ৩০ কোটি টাকা, রাজস্ব আয় মাত্র ২২ কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশ তামাক খাত থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাহার করেছে। 

তামাকমুক্ত বাংলাদেশ গড়তে ক্ষতিকর এ খাতে সরকারের বিনিয়োগ প্রত্যাহার করা জরুরী হয়ে পড়েছে। 

এবিএন/শাহ্ আলম শাহী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ