আজকের শিরোনাম :

কোটচাঁদপুরে জলাতঙ্ক নির্মূলে টিকাদান কর্মসূচি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:১৭

জলাতঙ্ক নির্মূলে জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা করা হয়েছে। 

গতকাল সোমবার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. শরিফুননেসা মিকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মাস ডগ ভেকসিনেশনের সুপার ভাইজার রবিউল ইসলাম, মাস ডগ ভেকসিনেশনের এক্সপাট ফেরডস রহমান, মুক্তিয়োদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, মেডিকেল অফিসার ডা. হাবিব বাহার, ফারুক হোসেন। তিনটি রাউন্ডে এ টিকাদান কর্মসূচী পালন করা হবে। যা শুরু হবে ১১-১২-১৯ তারিখ থেকে। শেষ করা হবে ১৫ তারিখে। আর এ কর্মসূচি চলবে উপজেলাব্যাপী। 

এ উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানরা তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

এবিএন/সুব্রত সরকার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ