আজকের শিরোনাম :

কয়রায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:১৬

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (৯ ডিসেম্বর) সকাল ১০টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নুর-ই-আলম সিদ্দিকী।

বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান, মৎস্য অফিসার এসএম আলাউদ্দিন, উপজেলা দুর্নীত প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা আবু দাউদ, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, ইউআরসি কর্মকর্তা নাজমুল হাসান, সুশীলনের কো-অর্ডিনেটর শেখ শহিদুল আহসান, নবযাত্রার জেন্ডার অফিসার সুজান উদ্দিন, সুশীলনের শরিফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীর অধিকার রক্ষা ও নারীর মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত করতে মহিয়সী নারী বেগম রোকেয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নবযাত্রার উপজেলা জেন্ডার অর্গানাইজার এহসান উদ্দিন।


এবিএন/শাহিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ