আজকের শিরোনাম :

দেবহাটায় গাঁজা ও মদসহ আটক ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:১২

দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা ও মদসহ ৪ জন আটক হয়েছে। পৃথক তিনটি অভিযানে এ ৪ জনকে আটক করা হয়েছে বলে জানায় দেবহাটা থানা পুলিশ। 

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশে গত শনিবার বিকাল ৪টার দিকে পিএসআই দেবকুমার ও এএসআই মাজেদুল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজিরহাট এ ফিস সংলগ্ন এলাকায় একটি অভিযান চালায়। 

এ সময় ঢেপুখালী গ্রামের মজিদ শেখের পূত্র আশিকুর রহমান নামের একজনকে ১ লিটার দেশিয় তৈরী মদসহ আটক করতে সক্ষম হয়। 

পরে পিএসআই দেবকুমার বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ৩, তাং-৭/১২/২০১৯।

এছাড়া অপর এক অভিযানে একই দিন সন্ধ্যা ৬টার দিকে এসআই শ্যামাপ্রসাদ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কুলিয়া ব্রিজের পাশ থেকে উত্তর কুলিয়া গ্রামের শওকাত সরদারের পুত্র মোহাম্মদ আলী সরদারকে ২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে ধরে ফেলে। তার বিরুদ্ধে এসআই শ্যামাপ্রসাদ রায় বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-০২, তাং- ০৭/১২/২০১৯। 

অপর এক অভিযানে এসআই হেকমত আলী, এসআই হানিফ হোসেন এবং এএসআই রশিদুল পারুলিয়া নিউ সরদার ব্রিকসের সামনে থেকে গাঁজাসহ ২ জনকে আটক করে। 

আটককৃতরা হলো ঘোনাপাড়া গ্রামের মোর্শেদ গাজীর পুত্র সাইফুল গাজী এবং পাশর্^বর্তী নাংলা গ্রামের বিশ^াসবাড়ি এলাকার আফছার সরদারের পূত্র আলমগীর সরদার। 

দেবহাটা থানার এসআই হেকমত আলী বাদী হয়ে ধৃত দুই জনের নামে মামলা দায়ের করে। মামলা নং-০৪, তাং- ০৭/১২/২০১৯। 

গতকাল রবিবার সকালে আটক ৪ জনকে জেল-হাজতে প্রেরণ করে থানা পুলিশ।

এবিএন/আর.কে.বাপ্পা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ