আজকের শিরোনাম :

নাসিরনগরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:০৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি কর্তৃক  ১৭জন মুক্তিযোদ্ধাকে ৪ ডিসেম্বরে মুক্তিযোদ্ধা  যাচাই  বাছাই কমিটি কর্তৃক বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৮ ডিসেম্বর) রবিবার সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় শহিদ মিয়ার প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্টিত হয়। কর্মসূচীতে বঞ্চিত মুক্তিযোদ্ধা  সহ ইলেকট্রনিক্স, প্রিন্ট ও  অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অবস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন  মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান, মীর মোশারফ হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মোতালিব, চানু লাল দেব সহ  আরও অনেকেই।

তারা জানান পূর্বের মুক্তিযোদ্ধা তালিকায়  ১৭ জনের নাম লিপিবদ্ধ  থাকলেও স্থানীয় কিছু সংখ্যক  মুক্তিযোদ্ধার অসহযোগিতা ও কোন্দলের কারণে বর্তমান মুক্তিযোদ্ধা তালিকায় তাদের নাম অর্ন্তভুক্ত করা হয়নি। মানববন্ধন শেষে বর্তমান কমিটিতে তাদের নাম অর্ন্তভূক্ত করতে বঞ্চিত ১৭জন মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা  বরাবরে এক লিখিত আবেদন দাখিল করেন।

তাছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য ও  জেলা প্রশাসক বরাবর বঞ্চিতদের পক্ষে মীর মোঃ জিয়াউল হাসান  লিখিত আবেদন  দাখিল করেন।


এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ