গলাচিপায় গ্রাম আদালত রিফ্রেসার প্রশিক্ষণ সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫২

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ গ্রাম আদালত বিষয়ক দুদিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 

গলাচিপা উপজেলা পরিষদের সভাকক্ষে শেষ পর্যায়ের ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা গ্রাম আদালতের সমন্বনয়কারী মো. মনিরুজ্জামান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কারিগরি সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত প্রশিক্ষণের ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সচিব এবং ইউপি সদস্য ও ১২টি ইউনিয়নের গ্রাম আদালত সহকারীরা প্রশিক্ষণ গ্রহণ করেন।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ