আজকের শিরোনাম :

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও বিভিন্ন পণ্য জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:০৮

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পথে নিয়ে আসা ২ লক্ষ ২১ হাজার ৪০০ টাকা ভারতীয় মদ, বিয়ার,  নাসির বিড়ি, গরু কয়লা এবং বারকী নৌকা আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। 

বিজিবি সূত্রে জানা যায় লাউরগড় বিওপির টহল দল আজ শনিবার ভোর ৫টার সময় সীমান্ত মেইন পিলার ১২০৩ এর এলাকার তাহিরপুর উপজেলার ৫নং বাঁধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৫০০ কেজি ভারতীয় কয়লাসহ ১টি বারকী নৌকা আটক করে। যার মূল্য ৫৬ হাজার ৫০০ টাকা। 

একই দিনে বাগানবাড়ী বিওপির টহল দল ভোর সাড়ে ৪টার সময় সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর এলাকার দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের গাছগড়া নামক স্থান হতে ১টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার  টাকা। 

অপরদিকে নারায়নতলা বিওপির টহল দল গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার  রাত ৯টার সময় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১৩/২-এস এর এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ এবং ৬ বোতল বিয়ার আটক করে। যার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।  

একই দিনে বাগানবাড়ী বিওপির টহল দল রাত সাড়ে ৮টার সময় সীমান্ত পিলার ১২২৬/৪-এস এর এলাকার  দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ১,৬৮০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি আটক করে। যার মূল্য ৭১ হাজার ৪০০ টাকা। 

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন আটককৃত ভারতীয় মদ, বিয়ার, নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় গরু, কয়লা ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।     

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ