আজকের শিরোনাম :

কাউখালীতে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে ঈদসংলগ্ন মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদসহ আরও অনেকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

মেলার স্টলে দুই গ্রুপে বিজয়ী যারা স্কুল পর্যায়ে প্রথম হয়েছেন কাউখালী সরকারি বালক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছেন হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছেন কাঠালিয়া পিজিএস বহুমুখী উচ্চ বিদ্যালয়। 

কলেজ পর্যায়ে প্রথম হয়েছেন কাউখালী মহিলা কলেজ, দ্বিতীয় হয়েছেন কাউখালী সরকারি মহাবিদ্যালয়, তৃতীয় হয়েছেন কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা। 

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ