আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে অসহায়দের নিয়ে ব্যাতিক্রমী গণমেহমানদারী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১৮:১৫

সিরাজগঞ্জের তাড়াশে অসহায় পরিবারের সদস্যদের নিয়ে ব্যাতিক্রমী এক গণ মেহমানদারী অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানে হতদরিদ্র, অসহায়, পথশিশু ও তাদের পরিবারের ৬’শ সদস্যদের নিয়ে এই মেহমানদারী অনুষ্ঠিত হয়েছে। মেহমানদারী অনুষ্ঠানে খাবার তালিকায় ছিল পোলাও, সাদা ভাত, মাংস, ডাল, পায়েস, কোমল পানীয় ও পান।

আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই মেহমানদারীর আয়োজন করে ভিলেজ ভিশন নামের একটি অ-লাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের সভাপতি শরীফ খন্দকারের সভাপতিত্বে ওই গণ মেহমানদারীর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মো . ওবায়দুল্লাহ। এতে বক্তব্য রাখেন, তাড়াশ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ডেইজী মিলন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বে-সরকারী উন্নয়ন সংস্থার পরিচালক তানিয়া খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম, এম মামুন হুসাইন, নারী নেত্রী জেসমিন খাতুন  প্রমুখ।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ