আজকের শিরোনাম :

বেড়ায় বালু উত্তোলন যন্ত্র পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১

পাবনার বেড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বালু উত্তোলন যন্ত্রে আগুন ও ৪ জন শ্রমিককে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেড়ার যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলণ রোধে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পেচাকোলা ও মাছখালী এলাকার যমুনা নদীতে অভিযান চালিয়ে একাধিক বালু উত্তোলন যন্ত্র জব্দ করে এংব নদীর কিনারে এনে এতে আগুন লাগিয়ে দেয়। আটক কৃত বালু শ্রমিকরা হলো মো.হান্নান (২২),মো.রাসেল (৩০),মো. সোহেল (২৫).মো.দুলাল মিয়া (৩৫)। প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের যন্ত্রপাতিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু সময় পড়েই যন্ত্রের মালিক কর্মচারিরা আগুন নিভিয়ে ফেলে বলে প্রতেক্ষ্যদর্শীরা জানান।

এবিএন/নির্মল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ