আজকের শিরোনাম :

নিকলীতে ৩ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:০৯

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুদ্দিন মুন্না আজ বুধবার দুপুরে সিংপুরে ধনু নদীতে এক বিশেষ অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড সহ অনাদায়ে অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন, দামপাড়া শেখের হাটি গ্রামের আ. কুদ্দুছের ছেলে মো. আবু কালাম (২৩), একই গ্রামের আ. রশিদের ছেলে কাউছার মিয়া (২৮) ও মোহাম্মদ আলীর ছেলে হুমায়ুন মিয়া (২৮)। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুদ্দিন মুন্না এ প্রতিনিধিকে জানান, প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলে স্বীকার করেন। তিনি আরও বলেন, চর্তুদিকে সিংপুর ইউনিয়নটি ধনু নদীর তীরে অবস্থিত। যদি বালি ব্যবসায়ীরা এ নদী থেকে বালি উত্তোলন করে, তাহলে মানচিত্র থেকে সিংপুর ইউনিয়নটি একাবারে নদী গর্ভে বিলীন হয়ে পড়বে।
 

এবিএন/জয়দেব আর্চায্য/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ