আজকের শিরোনাম :

আশাশুনিতে সরকারি আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯

আশাশুনি উপজেলার আসন্ন আমন ধান সংগ্রহ- ২০১৯-২০ মৌসুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ লটারীর ব্যবস্থা করা হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। 

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমে খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, আশাশুনি খাদ্যগুদামের ওসিএলএসডি আলতাফ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি সোহরাব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, এসএপিপিও আ. গনি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষকবৃন্দ প্রমূখ। 

কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ১১ ইউনিয়নে ১২ হাজার ৬৫৭ জন কৃষকের তালিকা করা হয়। এর মধ্যে প্রকাশ্য লটারীর মাধ্যমে ১ হাজার ৫৭০ জন কৃষককে ধান সংগ্রহের জন্য নির্বাচিত করা হয়। 

উপজেলায় মোট ১৫৭০ মে. টন ধান সংগ্রহ করা হবে। 

এবিএন/জি এম মুজিবুর রহমান/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ