আজকের শিরোনাম :

ছাতকে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১২:১৪

ছাতকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাইট মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড়স্থ ড্রীম ফিউচার ফুটবল একাডেমির উদ্যোগে ৩য় বারের মতো গ্রামের বন্দরপাড়া (নয়াপুল) সংলগ্ন মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ছাতক দোয়ারা যুব উন্নয়ন পরিষদ ইউকে’র সাধারণ সম্পাদক, সিংচাপইড় গ্রামের বাসিন্দা হাজী আলী আহমদ। 

বর্ণাঢ্য সাজে সজ্জিত মাঠে ফিতা কেটে, ফানুশ উড়িয়ে, ব্যাপক আতশবাজী ও মাঠে বল গড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

একাডেমির সভাপতি মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক হেলাল আহমদের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন মুরব্বী হাছিদ আলী, আ. লীগ নেতা আব্দুল আহাদ, মো. আব্দুর রহমান, শিক্ষক আলী হোসেন মানিক, শ্রমিকনেতা আলমগীর হোসেন, খেলা পরিচালক আইনুল হক ও একাডেমির সাংগঠনিক সম্পাদক সাজুর আহমদ। 

এ সময় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, কুয়েতস্থ সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী, আশরাফুল হক, আব্দুল মনাফ, বাতির আলী, মাসুক মিয়া, আব্দুন নুর, লাল মিয়া, রাসেল আহমদ, আফজাল হোসেন সেবুল, আব্দুল ওয়াহিমদ, এমরান আহমদ, হাছান আহমদ, মিনহাজ আহমদ, জান্নাত মিয়া, মো. জাকারিয়া, খুরশিদ মিয়া, একাডেমির সিরাজুল ইসলাম সিজ্জিল, জাবের আহমদ, রুহুল ইসলাম, জুবায়ের, ইমন, সুলেমান, রুমেল, মাছুম, শাহীনুর, মামুন, ফাহিদ, সাইদুর, উজ্জল, পারভেজ, রুবেল, শাহীন, শাহ আলম, রায়হান, ফয়জুর, শহিদ আলম, নুর আলম, মিজান, মাসেদ, জাকারিয়া, আনোয়ার, মিনহাজসহ প্রমূখ উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় ৩২টি দল অংশগ্রহণ করছে। বন্দরপাড়া (নয়াপুল) সংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

এবিএন/হেলাল আহমেদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ