সিটি মেয়র এর সাথে আন্ত:উপজেলা ক্রীড়া সংস্থার বৈঠক অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ২০:০৪

গতকাল শনিবার রাতে টাইগারপাস সিটি কর্পোরেশন কনফারেন্স হলে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন এর সাথে আন্তঃউপজেলা ক্রীড়া সংস্থার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা পর্যায়ের গঠিত কমিটি থেকে জেলা পর্যায়ে দুইজন নির্বাহী প্রতিনিধির নাম হস্তান্তর করা হয়। উপজেলা থেকে বাছাইকৃত দুইজন  নির্বাহী প্রতিনিধিরা হলেন সীতাকুন্ড উপজেলার প্রদীপ ভট্টাচার্য এবং রাঙ্গুনিয়া উপজেলার মোঃ হারুন আল রশিদ।

বৈঠকে সিটি মেয়র বলেন, ১৫টি উপজেলার সমন্বয়ে গঠিত এই আন্তঃ উপজেলা ক্রীড়া সংস্থাকে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে।উপজেলা পর্যায়ে যে সমস্ত সমস্যা বিদ্যমান তা দূরীকরণে উপজেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে আসতে হবে। উপজেলা পর্যায়ে ৫টি ইভে›টের উপর গুরুত্ব দিয়ে  প্রয়োজনে প্রশিক্ষক নিয়োগ দেয়ার কথা উল্লেখ করেন মেয়র। সিটি মেয়র উপজেলার খেলাধুলার উন্নয়নে উপজেলা ক্রীড়া সংস্থাসমূহকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্থ করেন।

 এ সময় লোহাগড়া উপজেলার এস কে সামসুল আলম,পটিয়া উপজেলার আলহাজ্ব এম এ কালাম, মিরসরাই উপজেলার কামরুল আহসান হাবীব, হাটহাজারী উপজেলার মোঃ জাফর,  রাউজান উপজেলার মোঃ ওসমান গণি রানা, বাশঁখালী উপজেলার মোঃ জাফর ইকবাল, কর্ণফুলী উপজেলার মোঃ সেলিম হক, রাঙ্গুনীয়া উপজেলার মোঃ হারুন আল রশিদ, সাতকানিয়া উপজেলার কুতুব উদ্দিন, সীতাকুন্ড উপজেলার প্রদীপ ভট্টাচার্য,সহিদ মিয়াজ চৌধুরী,সরওয়ার উদ্দিন, ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন। ।

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ