আজকের শিরোনাম :

জগন্নাথপুরে ওয়ালটন লটারী বিজয়ীর পুরস্কার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১৩:২৫

জগন্নাথপুরে ওয়ালটনের মেঘা শো-রুম পপুলার ইলেকট্রনিক্স এর আয়োজনে ২০১৯ সালের ওয়ালটনের বিভিন্ন ক্যাটাগরির লটারির বিজয়ী মধ্যে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে পপুলার ইলেকট্রনিক্স এর পরিচালক জুলফিকার আলী মনির সভাপতিত্বে ও জামাল উদ্দিন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

আলোচনা সভার প্রধান আকর্ষণ চিত্রনায়ক সায়মন সাদিক তাঁর বক্তব্য বলেন ওয়ালটন শুধু বাংলাদেশেই জনপ্রিয় নয়, এই প্রতিষ্ঠানটি দেশের পাশাপাশি আর্ন্তজাতিক বাজারে ও সুনাম অর্জন করেছেন। প্রতিষ্ঠানটি এখন আমাদের দেশের গর্ব। ব্যবসার পাশাপাশি এদেশের আর্থ সামাজিক উন্নয়নে ওয়ালটন বিশেষ ভূমিকা রাখছে। ওয়ালটনের এই অগ্রযাত্রা সবার সহযোগিতায় আরও এগিয়ে যাবে  এই প্রত্যাশা করছি। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, ওয়াটলনের সিলেট জোন’র প্রধান আসাদুজাম্মান, সহকারী প্রধান ফারুক আহমদ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সিলেটের এসি সেলস মনিটরিং অফিসার মিনহাজ উদ্দিন, সাংবাদিক শাহজাহান মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর ওয়ালটন শো-রুমের ম্যানেজার ওয়ালিউল্লাহ প্রমূখ। 

দিনব্যাপী অনুষ্ঠানে সাংবাদিক  মো. হুমায়ুন কবির, মো. আবদুল ওয়াহিদ, রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়াসহ ওয়ালটন পণ্যের বিভিন্ন পর্যায়ের গ্রাহক উপস্থিত ছিলেন।

পরে ওয়ালটনের বিভিন্ন ক্যাটাগরির লটারির ১ লাখ টাকা বিজয়ী জগন্নাথপুরের ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরের পক্ষে তার ছোট ভাই ডা. মধু সুধন ধর পুরস্কার গ্রহণ করেন। 

এ ছাড়াও জগন্নাথপুরের শতাধিক ছিন্নমূল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলোচনার পূর্বে শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সভায় সহজ কিস্তিতে দেশীয় ওয়ালটন পণ্য কিনতে সকলের প্রতি আহবান জানানো হয়। 

এ ছাড়া শীতবস্ত্র বিতরণসহ আর্ত মানবতার সেবায় অবদান রাখায় ওয়ালটনের ভূয়সী প্রশংসা করা হয়।
    
এবিএন/রিয়াজ রহমান/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ