আজকের শিরোনাম :

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকান্দর মিয়ার দাফন সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ১৪:১৮

হাটহাজারী(চট্টগ্রাম) , ২৬ জুন, এবিনিউজ : রাষ্ট্রীয় মর্যাদায় হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এবং উদালিয়া হযরত ঈছাপুরী (রঃ) স্মৃতি পরিষদের উপদেষ্টা সাংবাদিক মহিন উদ্দীনের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মো.সেকান্দর মিয়ার(৬৯)দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ আছর পশ্চিম উদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার জানানোর পর জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে সন্ধ্যার দিকে তার দাফন কাজ সম্পন্ন হয়।

সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের মুন্সি মাহমুদুল হক বাড়ীর মুন্সি মরহুম মাহমুদুল হকের সন্তান জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক ভোরের ডাক পত্রিকার হাটহাজারী উপজেলা প্রতিনিধি সংবাদকর্মী মো.মহিন উদ্দীনের পিতা বীর মুক্তিযোদ্ধা মো.সেকান্দর মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।

গতকাল সোমবার সকালে মুক্তিযোদ্ধা মো.সেকান্দর মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরিবারের লোকজন মূমুর্ষ অবস্থায় মো.সেকান্দর মিয়াকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।বীর মুক্তিযোদ্ধা মো.সেকান্দার মিয়ার মৃত্যুতে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ,হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলার সকল মুক্তিযোদ্ধা,চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,উপজেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ, ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ,বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ ৩নং ওয়ার্ড উদালিয়া শাখা,হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ,উদালিয়া হযরত ঈছাপুরী (রঃ) স্মৃতি পরিষদ,সাংবাদিক সংগঠন আরজেএফ উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মো.আতাউর রহমান মিয়া বলেন, জাতি আজ তাদের একজন শ্রেষ্ঠ সুর্য সন্তানকে হারিয়েছে। এই বীর সৈনিক ৭১’র সালে মৃত্যুকে আলিঙ্গন করে দেশকে করেছে স্বাধীন।

অধ্যাপক মির্জা মোহাম্মমদ শহীদুল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা মো.সেকান্দর মিয়ার মৃত্যুতে জাতি তার একজন শ্রেষ্ট সন্তানকে হারালো। বীর মুক্তিযোদ্ধা মরহুম সো.সেকান্দর মিয়ার কফিনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার জানানোর সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী(ভূমি)কমিশনার এসআর আরমান শাকিল। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আলম,ডেপুটি কমা-ার মো.হোসেন মাস্টার,এলাকাসী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনঃ-হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সেকান্দর মিয়ার কফিনে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার জানানোর দৃশ্য।

এবিএন/ মো.আলাউদ্দীন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ