আজকের শিরোনাম :

মহেশপুরে ২২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ১১:০৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি আব্দুর রহিমের লাশ ২২ দিন পর ফেরত দিয়েছে। 

গতকাল রবিবার রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয় বিএসএফ।  

নিহত রহিম মহেশপুর উপজেলার বাউলি গ্রামের মৃত আবুুল কাসেমের ছেলে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক কামরুল হাসান জানান গত ৩ নভেম্বর মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হন আব্দুর রহিম। এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়। 

তবে গতকাল রবিবার রাতে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়। পুলিশ ও বিজিবির উপস্থিতিতে লাশটি নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে তিনি আরো জানান।

গত ৩ নভেম্বর রাতে বাংলাদেশের পলিয়ানপুর  এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে যায়। এ সময় ভারতের হাবাশপুর বিএসএফ এর সদস্যরা রহিমকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। নিহতের পর তার লাশ ফেরত পেতে বিজিবি কয়েক দফায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ পায়নি। 

আবশেষে গতকাল রবিবার রাতে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয় বিএসএফ।

এবিএন/যবনিকা/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ