আজকের শিরোনাম :

বদলগাছীতে বিনামূল্যে কৃষকদের সার ও বীজ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ১৪:০১

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩’শ ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। 

আজ ২৪ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ছলিম উদ্দীন তরফদার সেলিম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মথুরাপুর ইউপ চেয়ারম্যান মো. আব্দুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান কিশোর প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী বলেন ২০১৯-২০ অর্থ বছরে রবি এবং পরবর্তী খরিপ-০১/২০২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম,  ভূট্টা, সরিষা, শীতকালীন মুগডাল, পেঁয়াজ বীজ এবং ডিএপি, ও এমওপি সার উপজেলার ১৩’শ ১০ জনকে বিনামূল্যে বিতরণ করা হয়। 

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম       
 
 

এই বিভাগের আরো সংবাদ