আজকের শিরোনাম :

ফতুল্লায় অটোবাইক চালককে কুপিয়ে খুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৯:২৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বত্তদের ছুরিকাঘাতে হারুন (২৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

নিহত হারুন জামালপুর জেলার ফুলপুর থানার বাষট্টি গ্রামের ইমাম হোসেনের ছেলে। একই থানার শাসনগাঁও এলাকার গনি মিয়ার বাড়িতে সস্ত্রীক ভাড়ায় বসবাস করে এবং স্থানীয় শরীফ মিয়ার ইজিবাইক ভাড়ায় চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী ফেরি ঘাটের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা ইজিবাইক চালক হারুনকে বুকে ছুরিকাঘাত করে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে কেউ তাকে পূর্ব শত্রুতা থেকে হত্যা করতে পারে।

ওসি আসলাম হোসেন আরও বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে জানিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করার কথাও জানান তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ