আজকের শিরোনাম :

ধামইরহাটে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ২০:০৯

নওগাঁর ধামইরহাটে এলজিইডির অধীনে রাজশাহী বিভাগের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে ৪ টি রাস্তার উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ৪ টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা মোড়ে ২ হাজার ৬০ মিটার খাঁপুর কলোনী-মনোহরপুর সড়ক এবং ১ হাজার ৯ শত ৪২ মিটার আগ্রাদ্বিগুন-রসপুর-দক্ষিণখন্ডা মোড়-আগ্রাদ্বিগুন-মধুইল সড়ক। এছাড়া ৫ শত মিটার করে আগ্রা মোড় থেকে সালতলাপাড়া এবং আগ্রা মোড় থেকে ভাতগ্রাম কাউয়াকুড়ি ভায়া বাখরপাড়া সড়ক। এসব সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো.ছলিম উদ্দিন তরফদার সেলিম, উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,

থানা আ.লীগের সভাপতি মো.দেলদার হোসেন, পত্নীতলা থানা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌদুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, এলজিইডি নওগাঁর সহকারী নির্বাহী প্রকৌশলী মো.মোরশেদুল হাসান ইউপি চেয়ারম্যান সাহেলউদ্দিন আহমেদ, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ.লীগের সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আকতার হোসেন প্রমুখ ।    


এবিএন/আব্দুল্লাহ হেল বাকী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ