আজকের শিরোনাম :

প্রেসক্লাবের ব্যবস্থাপনায়

শ্রীমঙ্গল সহস্রাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো আল হারামাইন হাসপাতাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১৮:৪৩

শ্রীমঙ্গলে আল হারামাইন হাসপাতালের উদ্যোগে সামাজিক দায়িত্ববোধ থেকে গরীব ও অসহায় মানুষদের জন্য দিনব্যাপী ১০টি বুথে বিনামুল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় বুধবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে বিনামুল্যে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও অনুমিত হিসাব সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আলহাজ্ব ড.মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান সিআইপি, ব্যবস্থাপনা পরিচালক ডা.মোহাম্মদ এহসানুর রহমান, পরিচালক মো.আশফাকুর রহমান রুমেল,পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডাঃ এম ফয়েজ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াৎ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কলামিস্ট ইসমাইল মাহমুদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো.ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আবেদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন।

আল হারামাইন হাসপাতালের রিজিওনাল অফিসার (মার্কেটিং) সুফিয়ান আহমদ জানান, সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ১ হাজার ৫০ রোগীকে  আল হারামাইন হাসপাতালের বিভিন্ন বিভাগের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্ববধানে বিনামুল্যে এ চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষুধ প্রদান করা হয়।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ