ফরিদপুরে ক্যান্সার ও ডায়াবেটিকস প্রতিরোধক ব্রিধান-৭২এর মাঠ দিবস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১৮:৩৭ | আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৮:৫২

ক্যান্সার, ডায়াবেটিকস, ঠান্ডা ও ডায়রিয়া প্রতিরোধক জিংক সমৃদ্ধ ব্রিধান ৭২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মিরের কাপাসিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থ্যা এসডিসি বাস্তবায়নে ও হারভেষ্টপ্লাস বাংলাদেশের সহযোগিতায় ডেলিভারী অব হাই জিংক রাইচ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রতাপ মন্ডল। মাঠ দিবসে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হারভেস্টপ্লাস বাংলাদেশের জাহিদ হোসাইন, এস ডি সির সহকারী সমন্বয়ক বিপ্লব মহলদার, এসডিসি’র প্রকল্প সহকারী সমন্বয়ক আবুল বাশার খান, ট্রেনিং অফিসার দীপালী কির্ত্তনীয়া, কৃষক ইমরাত শেখ। মাঠ দিবসে শতাধিক র্কসক ও কৃষানী অংশ গ্রহণ করেন।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ