আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১৭:৫৯

শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১ টায় সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডিজিএম দুলন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে  উপস্হিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম ব্যবস্হাপক ( ক্যাশ) এটিএম গিয়াস উদ্দিন।

আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের  সহকারি পরিচালক মো. দেলওয়ার হোসেন, সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্হাপক আবু আফফান, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, পৌর কাউন্সিলর মিল্লাদ হোসেন, পুবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক বাবুল দাশ, সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার প্রিন্সিপাল অফিসার পূর্নেন্দু কুমার দত্ত, অফিসার ( ক্যাশ) আব্দুল মজিদ, ক্যাশ ইনচার্জ সুমন আচার্য প্রমুখ।

কর্মশালায় জালনোট চিনার উপায়, সনাক্তকরন, জালনোটের বৈশিষ্ট্য, জালনোট ব্যবহার শাস্তিমুলক অপরাধ  এবং ছেড়া নোট, পোড়া নোট, ফাঁটা নোট প্রভৃতি বদলানোর নিয়ম- কানুন সম্পর্কে অবহিত করা হয়।

কর্মশালায় ব্যাংকার, ব্যবসায়ী, কৃষক, ছাত্র-ছাত্রী, পেশাজীবি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ব্যবস্হাপকসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্হিত ছিলেন।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ