আজকের শিরোনাম :

রৌমারীর তুরা সড়কে ১৫ হাজার গাছের চারা রোপণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ১৯:০৩

রৌমারী (কুড়িগ্রাম), ২৫ জুন, এবিনিউজ : মুক্তিযুদ্ধে বিশেষ ভুমিকা রাখা ঐতিহ্যবাহি তুরা সড়কে ১৫ হাজার গাছের চারা লাগিয়েছেন আরএসডব্লিউএ নামের স্থানীয় একটি সংগঠনের সদস্যরা।  আজ সোমবার সারাদিন মিলে সংগঠনের শত শত যুব ও কিশোররা এ ফলজ ও বনজ গাছের চারাগুলো লাগান।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

অন্যান্যের মধ্যে ছিলেন আরএসডব্লিউএ’র সভাপতি ফাহিম আবরার মাশুক, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, উপদেষ্টা মন্ডলির সদস্য আশিকুর রহমান বাবু, আতিকুর রহমান সুমন, আবু সাইদ কাকন, রাজিউল ইসলাম রোমান, নূর মোহাম্মদ হিরো, শইমি ইমরান হেকিম, ওয়ালিদ বিন বকুলসহ সংগঠনের সকল সদস্য।

আরএসডব্লিউএ’র সাধারণ সম্পাদক ইমরান আহমেদ বলেন, আমাদের নতুন কমিটির এটাই প্রথম প্রোগ্রাম।  পূর্বের সকল কমিটির যেসব প্রোগ্রাম হাতে নিয়ে সফল করেছে আমরা সে সকল প্রোগ্রাম ছাড়াও আরো নুতুন নুতুন প্রোগ্রাম করবো।  এছাড়াও আগামিতে আমরা রৌমারী উপজেলার সকল রাস্তার ধারে গাছের চারা লাগাবো।


এবিএন/রফিকুল ইসলাম সাজু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ