আজকের শিরোনাম :

রাজবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১৯:৫৩

রাজবাড়ী সদর উপজেলায় রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, গম, পেয়াজ, শীতকালীন মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। আজ সোমবার সকালে সদর উপজেলার ২ হাজার ৯শত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ।

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার সাইদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আলেয়া বেগম, জেলা কৃষক লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমুখ।
 

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ