আজকের শিরোনাম :

জলঢাকায় ২ দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৮, ১৭:২৭

জলঢাকা (নীলফামারী), ০৯ মে, এবিনিউজ: নীলফামারীর জলঢাকায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম অব্যাহত রাখতে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১২টি প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মেলায় স্টল প্রদর্শন করে।

প্রথম দিনে র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার আলমগীর কবির, ভাইসচেয়ারম্যান ফয়সাল মুরাদ, সহকারী তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায়, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার প্রমুখ। বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপনী করা হবে।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ