আজকের শিরোনাম :

দশমিনায় সংখ্যালঘু ২গ্রুপের সংঘর্ষে আহত ৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১২:২৬

পটুয়াখালী দশমিনা উপজেলা জমি সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘুদের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। 

ঘটনাটি গত শনিবার বিকালে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খলীশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে উপজেলার আলীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খলীশাখালী গ্রামের নারায়ন চন্দ্র দাসের সাথে রমনী চন্দ্র দাসের ১৮০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ও দীর্ঘ দুই বছর মামলা চলে আসছিল। 

ঘটনার দিন ১৮০ শতাংশ জমির অন্য একটি ৩ শতাংশের অংশে থাকা রমনী কান্ত দাসের বসতঘরে নারায়ন চন্দ্র দাস গংরা দখলের জন্য হামলা ও ভাঙচুর চালালে প্রতিপক্ষ বাধা দিলে সংঘর্ষে সাধনা রানি, মুক্তা রানী, মনিকা রানী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

অপরদিকে সংঘর্ষে রমনী কান্ত গংদের শ্রীমতি রানীর মাথা ফেটে গুরুতর জখম হন ও দেশোগা রানী, লেচু রানী শুরুতর আহত হলে  উভয় পক্ষই বর্তমানে দশমিনা হাসপাতলে  ভর্তি রয়েছেন। 

এ ঘটনায় গত শনিবার রাতে দশমিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ