আজকের শিরোনাম :

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে, আহত ৩০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১১:৫৯

পিরোজপুরের ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এদের মধ্যে ৫-৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

আজ সোমবার সকালে কলারণ খেয়াঘাট থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মির্জাগঞ্জ ট্রাভেলস যশোর-ব ১০৬৫ নম্বর গাড়ীটি চরবলেশ্বর এলাকায় এসে সকাল ৯টার দিকে এ দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায় পিরোজপুর থেকে ধেয়ে আসা ঘাতক ট্রাক ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯ যাত্রীবাহী বাসটিকে ক্রোসিং করার সময় পাশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশর্^বর্তী খালে পড়ে যায়। 

বাসটিতে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিল এদের মধ্যে প্রায় ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের মধ্যে ৫-৬ জনেকে গুরুতর অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিএন/সিরাজুল ইসলাম টিটু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ