আজকের শিরোনাম :

হোসেনপুরে পেঁয়াজ ক্ষেতে কৃষকের পাহারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১৭:২০

হোসেনপুরে নতুন রোপনকৃত পেঁয়াজ ক্ষেতে চুরি হওয়ার আশংকায় দিনরাত পাহারা দিচ্চেন কৃষক। হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ধূলজুরী গ্রামের মৃত আব্দুর রশিদ মড়লের ২য় পুত্র ফারজুল ইসলাম গত অক্টোবর মাসের মাঝামাঝিতে ১০শতক জমিতে পেঁয়াজ চাষ করেন। সে হোসেনপুর বাজার থেকে প্রতিমন পেঁয়াজ ৪ হাজার ৫শ টাকা দরে জমিতে রোপন করেন।

প্রতিনিয়ত জমি পরিচর্যা করায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। বর্তমানে পেঁয়াজের দাম প্রতিদিন হু হু করে বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজি পেঁয়াজ ২শ ৫০ টাকা পর্যন্ত গড়িয়েছে।

কৃষক ফারজুল ইসলাম জানান,বীজ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সে অল্প জমিতে পেঁয়াজ চাষ করেছেন। বাকী জমিতে শীত কালীন সবজি চাষ করেছেন। এলাকার একমাত্র পেঁয়াজ ক্ষেতে চুরির আশংকায় ও দুষ্ট লোকদের কবল থেকে ফসল রক্ষার জন্য পাহারা দিচ্ছেন।
 

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ