আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে শান্তিপুর্ন পরিবেশে পিইসিই পরিক্ষা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১৭:১৭

২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসিই) শান্তিপুর্ন পরিবেশে শুরু হয়েছে। শ্রীমঙ্গল উপজেলায় সতেরটি কেন্দ্রের মাধ্যমে এই পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়,  এবার শ্রীমঙ্গল উপজেলায় পিইসিইতে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯৩৫ জন। তন্মধ্যে ২ হাজার ২৯৫ জন ছাত্র এবং ২ হাজার ৬৪০ জন ছাত্রী। এরমধ্যে অনুপস্থিত রয়েছে ১৯৯ জন। এছাড়াও এবতেদায়ী-তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫২ জন। এরমধ্যে ১৬৪ জন ছাত্র এবং ৮৮ জন ছাত্রী।

শ্রীমঙ্গল উপজেলায় সতেরটি কেন্দ্রের মাধ্যমে ২১২টি বিদ্যালয় ও মাদ্রাসার ৪ হাজার ৯৩৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে সরকারি বিদ্যালয় ৬৫টি, কিন্ডার গার্টেন ৩৬টি, উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৭টি, এনজিও ১৭টি, নন-রেজিষ্টার্ড ৬টি, ব্র্যাক স্কুল ১টি, নতুন জাতীয়করণকৃত ৬৯টি, মাদ্রাসা ৭টি ও অন্যান্য ৩টি।  


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ