আজকের শিরোনাম :

ভৈরবে ধরা পড়ল বিরল প্রজাতির পান পাতা মাছ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০০:৩৯

মেঘনা নদীতে জেলেদের জালে ৫ মণ ওজনের বিরল প্রজাতির একটি পান পাতা মাছ ধরা পড়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জেলে আলমগীর হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নদীতে মাছ ধরতে জাল ফেলেন আলমগীর ও তার সহযোগীরা। পরে জাল টানতে গিয়ে বড় কিছু একটা ধরা পড়েছে বলে টের পান তারা। এসময় জেলেরা কৌশলে বিরল প্রজাতির পান পাতা মাছটি ধরতে সক্ষম হন। পরে সন্ধ্যায় মাছটি বিক্রি করতে মনির এন্টারপ্রাইজের মালিক রাজু বেপারীর কাছে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

মাছ ব্যবসায়ী রাজু মিয়া বলেন, ‘কোনো ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ