আজকের শিরোনাম :

কয়রায় রাস উৎসবে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ১৯:০২

উপজেলার আমাদি ইউনিয়নের শুড়িখালি নদীতে রাস উৎসব উপলক্ষে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা গত ১৬ নভেম্বর হেমন্তের পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপভোগ করতে দুর দুরান্ত থেকে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী পুরুষ ভীড় জমায়।

এ সময় রাসমেলা কমিটির সভাপতি আমাদি ইউপি’র প্যানেল চেয়ারম্যান প্রশান্ত কুমার বাইন উপস্থিত দর্শকদের স্বাগত জানান। শুড়িখালি বাজার সংলগ্ন নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদি ইউপি চেয়ারম্যান আলহাজ আমীর আলী গাইন। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা ঢালী আঃ সবুর, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি মেম্বর অমলেন্দু কুমার সানা, মোঃ হাবিবুল্লাহ সানা, সুচিত্রা মন্ডল প্রমুখ।

প্রতিযোগিতায় রাজমোহন সরদার পরিচালিত দক্ষিণ চান্œিরচক ময়ূরপঙ্খী নৌকা প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন সুকুমার গোলদার পরিচালিত উত্তর চান্নিচক ভাই ভাই দুরন্ত নৌকা। তৃতীয় স্থানে ছিলেন জেহের আলী পরিচালিত চরতলা পঙ্খীরাজ নৌকা। পরে বিজয়ী প্রথম স্থান অধিকারী দলনেত্রীর হাতে ২১ ইঞ্চি কালার টিভি, রানার-আপ দলনেত্রীর হাতে ১৯ ইঞ্চি কালার টিভি এবং তৃতীয় স্থান অধিকারী দলনেত্রীর হাতে অডিও ভিডিও মোবাইল সেট তুলে দিয়ে পুরস্কৃত করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
 

এবিএন/শাহীন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ