আজকের শিরোনাম :

বিরামপুরে নেশার ইনজেকশন ও ফেন্সিডিলসহ আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ১২:০৪

বিরামপুর থানা পুলিশ ভারতীয় তৈরী এক হাজার পিস নেশার ইনজেকশন (এ্যাম্পল) ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জানা গেছে থানার উপ-পরিদর্শক শাহজাহান সিরাজ মাদক পাচারের সংবাদ পেয়ে টহলদলসহ পৌর এলাকার দক্ষিণ লক্ষীপুর গ্রামে রাস্তায় অবস্থান নেন। 

এ সময় পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার আ. জলিলের পুত্র এরশাদ এবং বিরামপুর সীমান্ত এলাকার খিয়ার মামুদপুর গ্রামের মজির উদ্দিনের পুত্র শামীম মন্ডলকে আটক করেন। তাদের ব্যাগ তল্লাশী করে এরশাদের ব্যাগ থেকে ৬শ’ এবং শামীমের ব্যাগ থেকে ৪শ’ পিস ব্রুপিনরফিন নেশার ইনজেকশন উদ্ধার করেন। 

অপরদিকে এসআই রামচন্দ্র উপজেলার কাদিপুর রাস্তায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের সেকেন্দারের পুত্র ফরিদুজ্জামানকে আটক করেন।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
 
এবিএন/মো. মাহমুদুল হক মানিক/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ