আজকের শিরোনাম :

বেড়ায় পেঁয়াজের মূল্য ২০০ কোটায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ১৮:৪২

বেড়ায় পেঁয়াজের দাম দুই শতকের ঘরে পেরলো। 

আজ বৃহস্পতিবার বেড়া সি এন্ড বি পেঁয়াজের পাইকারি বাজারে ৮ হাজার টাকা মণ দরে পেঁয়াজ বেচাকেনা হতে দেখা গেছে। 

গতকাল বুধবার খুচরা বাজারে ১৮০ থেকে ১৯০ টাকা দরে বেচাকেনা হয়েছে বলে সবজি বিক্রেতা চাঁদ আলী জানান। আজ বৃহস্পতিবার পেঁয়াজের প্রকার ভেদে ২০০ থেকে ২১০ টাকায় পেঁয়াজ বেচাকেনা করছি।

বাজার করতে আসা বেড়া বিবি সরকারি হাইস্কুলের অব. শিক্ষক দীপক চৌধুরী বলেন খুব সামান্য পরিমাণে পেঁয়াজ কিনে থাকি। স্বভাবিকের চেয়ে অনেক কম পেঁয়াজে রান্নার কাজ সারতে হচ্ছে।

দিনকে দিন পেঁয়াজের বাজার আকাশচুম্বী হচ্ছে। ছুটে চলছে লাগামহীন ঘোড়ার মত। পেঁয়াজ ব্যবসায়ীদের ধারণা, পেঁয়াজের দাম মণ প্রতি ১০ হাজার টাকা দু-একদিনের মধ্যেই হয়ে যাবে। নিয়ন্ত্রণ হীন পেঁয়াজের  বাজার, আর কত দিন ? সাধারণ মানুষের, এর উত্তর দেওয়ার কি কেউ নেই ?

এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ