আজকের শিরোনাম :

আজ দেশের প্রথম হানাদার মুক্ত হয় ভুরুঙ্গামারী উপজেলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৫৪

আজ ১৪ নভেম্বর দেশের প্রথম হানাদার মুক্ত হয় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের এই দিনে ভুরুঙ্গামারী উপজেলা হানাদার মুক্ত হয়। 

জানা গেছে ১৯৭১ সালে ১৩ নভেম্বর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন পাক বাহিনীর ক্যাম্প ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজ ও বর্তমান উপজেলা পরিষদে আক্রমণ করে। রাতভর প্রচন্ড সংঘর্ষের পর ১৪ নভেম্বর পাকবাহিনী পিছু হটে ফুলকুমার নদীর উপর রায়গঞ্জ ব্রিজের ওপারে অবস্থান নেয়। ভুরুঙ্গামারী হয় দেশের প্রথম কোনো হানাদার মুক্ত উপজেলা। 

পাকবাহিনীরা চলে গেলে তৎকালীন সিও অফিস বর্তমানে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানান দিবসটি উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও জনতার মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।  

এবিএন/এ এস খোকন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ