আজকের শিরোনাম :

তাড়াইলে ইভটিজিংয়ের দায়ে হেলপারকে ১ মাসের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ১১:৩৫

কিশোরগঞ্জের তাড়াইলে গাড়ির হেলপারকে ইভটিজিংয়ের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, তাড়াইল  উপজেলার রাউতি ইউনিয়নের দাউদপুর বানাইল আলীম মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করার দায়ে বানাইল পাড়ার মো.ইদ্রিছ মিয়ার ছেলে মো.খায়রুল মিয়া (১৮) কে ওই কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ।

তাড়াইল থানা পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়,বখাটে খায়রুল ঢাকায় থেকে বিভিন্ন  পরিবহনে হেলপারের কাজ করতো। ইদানিং সে নিজ বাড়িতে বেকার অবস্থায় ঘুরাফেরা করতো।

গতকাল বুধবার দুপুর  ২টার দিকে মাদ্রাসার পিছনের একটি ব্রীজে বসে টার্গেট লাইট(অতি বেগুনি রশ্মি) দিয়ে ছাত্রীদের মুখে আলো ফেলে উত্যক্ত করছিলো।কয়েকবার নিষেধ করার পর আরোও বেপরোয়া হয়ে যায় খায়রুল।অতীষ্ট হয়ে এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা খায়রুলকে ধরে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে আসে।

মাদ্রাসার অধ্যক্ষের ফোন পেয়ে তাড়াইল থানার এসআই এসএম কবির সঙ্গীয় ফোর্স নিয়ে বখাটে খায়রুলকে উপজেলা নির্বাহী অফিসারের  কার্যালয়ে নিয়ে আসে।বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  খায়রুরের স্বীকারোক্তি অনুযায়ী ৫০৯ ধারায় ওই সাজা প্রদান করেন।


এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ