আজকের শিরোনাম :

গলাচিপায় বুলবুলের প্রভাবে আমন চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১৯:২৬

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ বসত ঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়েছে ৬৮টি, আমন ধানের চাষাবাদের ৬ হাজর ৬৭০ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা। ৭২ হেক্টর জমির খেসারী ডাল, ৪০ হেক্টর জমির ফেলন ডাল এবং ১৭৬ হেক্টর জমির শাক সবজির ক্ষতি হয়েছে যার আর্থিক মূল্য ২ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা মাঠ পর্যায় থেকে প্রাথমিক ক্ষয় ক্ষতির একটি তালিকা
পেয়েছি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন বলেন, অন্যান্য ক্ষতিগ্রস্থের মধ্যে, কৃষি আবাদীর রবি- সশ্যের চুরান্ত তালিকা উপজেলা কৃষি অফিস তথ্য অনুযায়ী জেলাপ্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।


এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ