আজকের শিরোনাম :

জগন্নাথপুরে তেঘরিয়া আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১৭:১৭

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা তেঘরিয়া আদর্শ পাঠাগারের প্রতিষ্টাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী  মোঃ সিপার মিয়াকে তেঘরিয়া আদর্শ পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় পাঠাগারে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেছেন প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশের কল্যানে ব্যয় করে যাচ্ছেন।

তিনি তেঘরিয়া আদর্শ পাঠাগারের প্রতিষ্টাতা সভাপতি সিপার মিয়াকে সংবর্ধনা প্রদান করায় পাঠাগারের সাথে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তেঘরিয়া আদর্শ পাঠাগারের সভাপতি মো: খুর্শেদ তালুকদারের সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক জাবির আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তেঘরিয়া গ্রামের বাসিন্দা তেঘরিয়া আদর্শ পাঠাগারের প্রতিষ্টাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ সিপার মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেঘরিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী হরূপ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কবি আজমল হোসেন, তেঘরিয়া আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি সুয়েব আহমদ রিপন, সাবেক সভাপতি লাহিন আহমদ তালুকদার, সাবেক সভাপতি সিপন মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মো: তামিম মিয়া প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোজাহিদ আহমদ। পরে তেঘরিয়া গ্রামের বাসিন্দা তেঘরিয়া আদর্শ পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি সিপার মিয়াকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর  রহমান সহ অতিথিবৃন্দ।


এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ