আজকের শিরোনাম :

সম্মিলিত উদ্যোগেই সড়ক আইন বাস্তবায়ন সম্ভব : চসিক মেয়র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১৩:৪২

সড়ক পরিবহন আইন ২০১৮-এর জনসচেতনতা সম্পর্কে প্রচারমূলক কার্যক্রম উদ্বোধনকালে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, হেলপার ও পথচারীদের সম্মিলিত উদ্যোগই এ সড়ক আইন বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ.জ.ম.নাছির উদ্দীন। 

মঙ্গলবার সকালে জিইসি চত্বরে এই জনসচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

চসিক মেয়র বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলেও আইনের পূর্ণ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেশ জাতির জন্য মঙ্গল হবে না। এই আইনের বিধি বিধান এখনো তৈরি না হওয়ায় আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় কিছুটা বিভ্রান্তি হলেও আইন প্রয়োগে দ্রুত উদ্যোগ দরকার। এই আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের কারাদ- ও অর্থদ-ের বিধান রয়েছে। আইন লঙ্ঘনে বেড়েছে জরিমানার অঙ্কও। নতুন এই আইন সম্পর্কে সবমহল এখনো অসচেতন। তাই নিরাপদ নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আরও জোরালো কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার নতুন সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছেন। 

আইন সম্পর্কে পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রীদের সচেতন করার জন্য ট্রাফিক, বিআরটিএ, ক্যাবসহ অন্যান্য সংগঠনের প্রতি  আহ্বান জানান তিনি। 

এ প্রসঙ্গে মেয়র প্রয়োজনে সিটি কর্পোরেশন এই আইন সম্পর্কে প্রচার কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে যাবে বলে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।  

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম আয়োজন করে। উদ্বোধনের পর সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন পথচারী, পরিবহন মালিক, শ্রমিকদের মধ্যে লিফলেট বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন। 

ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র উপ-পুলিশ কমিশনার ট্রাফিক(উত্তর) আমির জাফর, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক,  ভ্যাটের সোহেল আক্তার খান, ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান, ক্যাব মহানগরের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি হাজী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মানবাধিকার কমিশনের আমিনুল হক বাবু, ক্যাব আকবর শাহ থানা সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রধান, ক্যাব পাচলাইশের যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাও এর সভাপতি জানে আলম, সেলিম সাজ্জাদ, ক্যাব হালিশহরের আমদাদুল করিম সৈকত, ক্যাব খুলসীর ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ক্যাব জামাল খানের সভাপতি সালাহউদ্দীন, সাধারণ সম্পাদক নবুয়ত আরা সিদ্দিকী, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভূঁইয়া, ক্যাব বন্দরের আলমগীর বাদশা, লিও ক্লাব্ অব ইম্পিরিয়াল সিটির সভাপতি মহিউদ্দীন সিরাজ, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, নোমান উল্লাহ বাহার, ইয়াসির সাবিত, কায়েমুর রশিদ বাবু, এমএ সিদ্দিক, সামির আকাশ, সব্যচাষী দেবনাথ, মিঠুন নাথ, ক্যাব পাচলাইশের হুমায়ুন কবির, মইনউদ্দীন, ক্যাব মোহরার রুবি খান, সামির আকাশ, পরিবহন মালিক এম এন পুতু প্রমুখ।
 
এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ