আজকের শিরোনাম :

হোসেনপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণীর স্কুলছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১০:৩৮

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামে কনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার জানান বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের রুবেল মিয়ার বাড়ীতে বিয়ের আয়োজন করা হয়। এ খবর পেয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে জনপ্রতিনিধি ও পুলিশকে সঙ্গে নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি-বিধান বিষয়ে মেয়ের বাবাকে অবগত করা হলে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে তিনি মুচলেকা দেন।

এবিএন/মো. খায়রুল ইসলাম/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ