আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৮, ১৬:৪১

শ্রীমঙ্গল, ০৯ মে, এবিনিউজ: আগামী ১৪ মে শ্রীমঙ্গলে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত চা নিলাম কেন্দ্র। আগামী ১৪ মে দেশের দ্বিতীয় এই চা নিলাম কেন্দ্রে আন্তর্জাতিক চা নিলাম কর্যক্রম শুরু হবে।  শ্রীমঙ্গলে চা নিলামের আয়োজক টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইতোমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্য করেছে।

আজ দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম চা নিলাম কেন্দ্র পরিদর্শন করেন এবং চা নিলাম বিষয়ে টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা  প্রশাসক ( রাজস্ব) মো. আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি)  আশেকুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী,

টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব জহর তরপদার, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, সদস্য কাওছার ইকবাল, চা- বাগান মালিক সৈয়দ মনসুরুল হক, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, সাবেক সভাপতি শেখ লুৎফুর রহমান প্রমুখ।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ