আজকের শিরোনাম :

কুমিল্লায় উগ্রবাদ ও জঙ্গিবাদ সচেতনতামুলক কার্যক্রম বিষয়ক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১৯:৫০

কুমিল্লায় উগ্রবাদ ও জঙ্গিবাদ বিষয় সচেতনতামুলক কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ আর আই আবদুল হালিম মিলনায়তন তিনদিনের সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। অতিথি ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম ফজল, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মুজিব রাহমানসহ অনেকে।

সেমিনারের প্রথম দিনে কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ অংশ নেন।  আগামী দুই দিনের সেমিনারে মসজিদের ইমাম,কারারক্ষি,গ্রাম পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিবেন। বাংলাদেশ পুলিশ সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ নির্মাণ প্রকল্প এবং জেলা পুলিশ কুমিল্লার আয়াজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ