আজকের শিরোনাম :

ঈশ্বরদীতে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১১:৪২

মানবজাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঈশ্বরদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পালিত হয়েছে। 
 
গতকাল রবিবার ১২ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঈশ্বরদী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে শহরে বিশাল জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা)’র অনুষ্ঠিত হয়। 

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের ফতেমোহাম্মদপুর লোকো ফুটবল মাঠ থেকে বিশাল শোভাযাত্রাটি শুরু হয়ে চাঁদ আলী মোড়, কলেজ রোড, আলোবাগ মোড়, পোষ্ট অফিস মোড়, রেলগেট, স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। 

সেখানে মাহবুব আহমেদ খান স্মৃতিমঞ্চে মহানবী (সা.) এর জীবনীর উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  শোভাযাত্রা হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। 

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ আয়োজিত শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান, কামাল আশরাফী, ইউপি সচিব মিজানুর রহমান প্রমূখ। 

ইসলামী আলোচনায় অংশ নেন ফতেমোহাম্মদপুর মাহজাব এ ইসলাম মাদ্রাসার শিক্ষক মুফতি ক্বারী সাইদুল রহমানসহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। 

এবিএন/গোপাল অধিকারী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ