আজকের শিরোনাম :

একসঙ্গে ৩ সন্তানের জন্ম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ০০:৫২ | আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০০:৫৪

মাগুরায় রাশিদা বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জন্ম নেওয়া তিনটি নবজাতক এখন পর্যন্ত সুস্থ রয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিকালে মাগুরার ল্যাব সিটি মেডিকেল সার্ভিসেস প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রাশিদা বেগম তিনটি ছেলে সন্তানের জন্ম দেন।

বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। যমজ এ তিনটি ছেলে সন্তান ছাড়াও রাশিদা বেগমের ১৩ বছরের আরেকটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে আছে।

তিনটি সন্তান প্রসবকারী গৃহবধূ রাশিদা বেগমের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের মাহবুব আলমের স্ত্রী। স্বামী মাহবুর আলম বসুন্ধরা গ্রুপের শিপ-ব্লিডিংয়ে চাকরি করেন।

ল্যাব সিটি প্রাইভেট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চম্পা বেগম বলেন, রবিবার বিকালে রাশিদা বেগম নামে এক গৃহবধূ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতক তিনটি এখন পর্যন্ত সুস্থ আছে।

যমজ প্রসবকারী রাশিদা বেগম বলেন, একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্য। আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ