আজকের শিরোনাম :

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের

দুর্যোগ মোকাবেলায় কর্মকর্তা-কর্মচারীরা স্বশরীরে কাজ করছে : এলজিআরডি মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ১৭:৫৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রস্তুতি নেয়া ছিলো। এ পর্যন্ত সামান্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য মন্ত্রণালয়ের অধীনস্থ সকল কর্মকর্তা-কর্মচারীরা স্বশরীরে বিভিন্ন এলাকায় কাজ করছে।

দুর্যোগপূর্ণ এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ সহ সকল সহযোগিতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্থরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদেরও স্ব-স্ব এলাকায় দুর্যোগ মোকাবেলায় এবং ক্ষতিগ্রস্থদের পাশে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে কুমিল্লার লাকসামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী এসব কথা বলেন।
লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, অহিদ উল্লাহ মজুমদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা।


এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ