আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৮, ১৮:৩০

কিশোরগঞ্জ, ২৪ জুন, এবিনিউজ : কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।  নিখোঁজের একদিন পর আজ রবিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- উপজেলার ভাটিয়া গাঙ্গপাড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে জোনাকি (৯), চাঁদনি (৭) ও ছেলে শাফায়েত উল্লাহ (৪)। 

করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, শিশুরা তাদের মায়ের সঙ্গে উত্তর আশতকা গ্রামে খালা আসমা আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকালে তারা সেখানে বাড়ির সামনে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, দু’দিন আগে মায়ের সাথে আশতকা মানিকপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায় জোনাকি, চাঁদনি ও সাফায়েত।  গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ওই তিন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর রাতে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। 

আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে একটি ডুবা থেকে ওই তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। দুপুরে ওই তিন শিশুর মরদেহ তাদের বাড়িতে নেয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বাজনদের কান্নায় ভারী হয়ে উঠে। 

ওসি মো. মুজিবুর রহমান জানান, এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ