আজকের শিরোনাম :

ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম আদালতের দুইদিনব্যাপী রিফ্রেসার্স দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গ্রামের শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক হৃদ্যতা বৃদ্ধি করতে উপজেলার গ্ইাবান্ধা ইউনিয়ন ও পলবান্ধা ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউএনডিপি জেলা প্রতিনিধি মালিক শামীম আক্তার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ এতে বক্তব্য রাখেন। গ্রাম আদালত আইন ও বিধি,শুদ্ধাচার,মুল্যবোধসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।


এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ